রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:৫৭
সচেতন, দূরদর্শী ও বিপ্লবী নারী আলেম গড়ে তোলা মহিলা হাওজায়ে ইলমিয়ার অন্যতম প্রধান দায়িত্ব

ক্রমান প্রদেশের মহিলা হাওজায়ে ইলমিয়ার পরিচালক খানম মুহাম্মাদি বলেছেন, সমাজের চাহিদা পূরণের জন্য সচেতন, চরিত্রবান, দায়িত্বশীল, দূরদর্শী ও বিপ্লবী নারী আলেম গড়ে তোলা মহিলা হাওজায়ে ইলমিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

হাওজা নিউজ এজেন্সি: তিনি বলেন, ক্রমানের বিশেষায়িত ফাতেমিয়্যা মহিলা হাওজায়ে ইলমিয়ার নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত “আর্বাঈন উন্নয়ন কর্মসূচি”র উদ্বোধনী অনুষ্ঠানে আমরা নতুন শিক্ষাবর্ষের সূচনাকে শুভেচ্ছা জানাই। তিনি আরও বলেন, এ বছর শিক্ষাবর্ষের সূচনা পবিত্র রবিউল আউয়াল মাস এবং প্রতিরক্ষা সপ্তাহের প্রাক্কালে হওয়া এক আধ্যাত্মিক ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত, যা ইমাম মাহদী (আ.)-এর সৈনিক হওয়ার পথে একটি নতুন আধ্যাত্মিক যাত্রার সূচনা।

খনম মুহাম্মাদি বলেন, তারুণ্য জীবনের সেরা সময়, আর হাওজায়ে ইলমিয়া অধ্যয়ন করা মানে ইমাম সাদিক (আ.)-এর ছাত্র এবং ইমাম মাহদী (আ.)-এর সৈনিক হওয়ার সুযোগ। এটি আধ্যাত্মিক ও জ্ঞানচর্চায় বিনিয়োগের এক সোনালী সময়।

তিনি ইমাম মূসা কাজিম (আ.)-এর বাণী উল্লেখ করে বলেন, মানুষের জ্ঞানের চারটি মৌলিক দিক রয়েছে: সৃষ্টিকর্তার পরিচয়, আত্মপরিচয়, দায়িত্ব সম্পর্কে সচেতনতা এবং শত্রু সম্পর্কে জ্ঞান। হাওজায়ে ইলমিয়ায় অধ্যয়নরত একজন শিক্ষার্থী এই চারটি জ্ঞানই অর্জন করতে পারে।

খনম মুহাম্মাদি আরও বলেন, হাওজায়ে ইলমিয়ায় প্রবেশের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন এক পরিচয় লাভ করে। প্রকৃত মানবিক পরিপূর্ণতায় পৌঁছাতে প্রত্যেক মানুষের তিনটি পরিচয় প্রয়োজন—ব্যক্তিগত পরিচয়, আধ্যাত্মিক পরিচয় ও পেশাগত পরিচয়।

তিনি ব্যাখ্যা করেন, হাওজায়ে ইলমিয়ার শিক্ষার্থীদের পেশাগত বংশধারা নবী-রাসূল, পবিত্র ইমাম ও প্রাচীন আলেমদের সঙ্গে যুক্ত। তাই শিক্ষার্থীদের জন্য এই পরিচয় জানা ও ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সূরা তাওবার ১২২ নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন, এই আয়াতে শিক্ষার্থীদের তিনটি মৌলিক দায়িত্বের কথা বলা হয়েছে: ধর্মের গভীর জ্ঞান অর্জন, জনগণকে সতর্ক ও সচেতন করা এবং আল্লাহর বিধান বাস্তবায়নে প্রচেষ্টা চালানো—যা নবীদের মিশনেরই অংশ।

শেষে তিনি জোর দিয়ে বলেন, মহিলা হাওজায়ে ইলমিয়ার অন্যতম লক্ষ্য হলো এমন আলেম তৈরি করা যারা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শিক্ষার্থীদের শুরু থেকেই সভ্যতামুখী দৃষ্টিভঙ্গি নিয়ে পড়াশোনা করতে হবে এবং নিজেদের শিক্ষা পুরো বিশ্বে প্রভাব বিস্তারের মতো করে গড়ে তুলতে হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha